![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হলেও গত সাড়ে তিনমাস খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া জামিনে মুক্তি পেলেও ষড়যন্ত্র মূলক ভাবে তাকে আটক রাখা হয়েছে।
মির্জা ফখরুল জানান, তিলেতিলে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র চলছে। নিয়মিত চিকিৎসা সেবা না পাওয়ায় তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। এসময় দ্রুত উন্নত চিকিৎসার দাবি জানান মির্জা ফখরুল। প্রয়োজনে তার চিকিৎসার খরচ দল বহন করবে বলেও জানান মির্জা ফখরুল।
0 facebook: