![]() |
যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে- আনন্দ ফুড অ্যান্ড বেভারেজের 'আনন্দ প্লাস' ব্র্যান্ড (জার), রিয়েল ফুড অ্যান্ড বেভারেজের 'রিয়েল ফার্স্ট' ব্র্যান্ড (জার), বেস্টওয়ান ড্রিংকিংয়ের বেস্ট ওয়ান।
যাফের লাইসেন্স স্থগিত করা হয়েছে- সেফ ইন্টারন্যাশনালের 'ক্যানি' ব্র্যান্ড (জার), সিনহা বাংলাদেশ ট্রেড লিমিটেডের 'এ্যাকুয়া মিনারেল' ব্র্যান্ড (ছোট বোতল), এএসটি বেভারেজ লিমিটেডেরে 'আলমা' ব্র্যান্ডের (ছোট বোতল), মেসার্স ক্রিস্টাল ফুড অ্যান্ড বেভারেজ এর 'সিএফবি' ব্র্যান্ড (জার), মেসার্স ইউরোটেক ট্রেড অ্যান্ড টেকনোলজির 'ওসমা' ব্র্যান্ড (জার), ইউনিটি এগ্রো বেভারেজ ইন্ডাস্ট্রিজের 'এপিক' ব্র্যান্ড (জার), ফ্রুটস অ্যান্ড ফ্লেভার্স এর 'ইয়াম্মী ইয়াম্মী' ব্র্যান্ড (পেট বোতল)।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএসটিআইয়ের প্রতিবেদন দাখিল করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি মুহম্মদ মোখলেছুর রহমান। রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন মুহম্মদ জে আর খাঁন রবিন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার মুহম্মদ ফরিদুল ইসলাম (ফরিদ)।
বিএসটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার জন্য বাজার থেকে ২৮টি পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২২টির প্রতিবেদনের মধ্যে ১২টি মান সম্মত এবং ১০টি নিম্ন মানের। এ ১০টিকে শো’কজের পর ৩টি কোম্পানী জবাব দেয়নি। তাই তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। বাকী ৭টি শো’কজের জবাব দিয়ে মান উন্নয়নের জন্য সময় চেয়েছে। এ কারণে তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এছাড়া লাইসেন্স না থাকায় ৩৬ কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: