স্বদেশবার্তা ডেস্কঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলে বক্তার বিতর্কিত মাসআলা নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ মাজহাব পন্থী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সিরাজপুর ইউনিয়নের কামলারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলা সিরাজপুর ইউনিয়নের কামলারপুর গ্রামের যুবসংঘ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। ওই মাহফিলে আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের আহলে হাদিস অনুসারীর শাইখ. ড. মুফতি ইমাম হোসাইন আলোচনা করেন।
প্রধান অতিথি একপর্যায়ে আহলে হাদিসের মতো অনুসারে নামাজের মাসআলা নিয়ে আলোচনা করেন। মাহফিলে মাজহাব পন্থী অনুসারী মঈনুল আলুম মাদ্রাসার সুপার মোছলেহ উদ্দিনসহ অপর মাওলানারা ক্ষিপ্ত হয়ে প্রধান অতিথি আহলে হাদিসের ওই নামাজের ভুল ব্যাখ্যা করেছেন বলে অভিযোগ করেন।
মাওলানা মোছলেহ উদ্দিনসহ অপর মাওলানারা প্রধান বক্তাকে তার দেয়া নামাজের মাসআলার ফতোয়া সংশোধন করতে অনুরোধ করেন। একপর্যায়ে প্রধান বক্তা আহলে হাদিসের অনুসারী ড. মুফতি ইমাম হোসাইন তার নামাজের মাসআলা নিয়ে আলোচনা সংশোধন না করতে অপারগতা প্রকাশ করেন।
এতে দুগ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি শুরু হয়। এতে মাহফিলে শ্রোতা সামছুল হকের ছেলে ইসমাইল হোসেনসহ (৩৫) অজ্ঞাত নামা ৫ জন মাজহাব পন্থী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মুহম্মদ আসাদুজ্জামান জানান, সিরাজপুর ইউনিয়নের ওয়াজ মাহফিলে আহলে হাদিসের অনুসারী প্রধান বক্তা বিতর্কিত নামাজের মাসআলা নিয়ে আলোচনা করলে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
ধর্ম ও জীবন
0 facebook: