02 March 2019

ভোটারদের অনুপস্থিতি প্রমাণ করে ইসির ওপর জনগণের আস্থা নেই


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র উপনির্বাচনে ভোটারদের অনুপস্থিতি প্রমাণ করে, ইসির ওপর জনগণের আস্থা নেই। জাতীয় পতাকা দিবস উপলক্ষে আলোচনায় এ মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

জাসদ নেতা আ স ম আবদুর রব বলেন, ২৯ ও ৩০ ডিসেম্বর সরকার জনগণকে অপমান করেছে। গতকাল জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে আপনাদের থাপ্পড় মেরেছে। জনগণ বলে দিয়েছে, এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সরকারের উচিত এ নির্বাচন থেকে শিক্ষা নেয়া।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ বুঝে গেছে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই তারা ভোটকেন্দ্রে যায়নি। আর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা বুঝে নেয়ার।


শেয়ার করুন

0 facebook: