![]() |
জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে মসজিদকে ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটকেন্দ্র করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। গত
বৃহস্পতিবার নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা দেখা যায়।
সরেজমিনে
গিয়ে স্থানীয় সাংবাদিকরা দেখতে পান চর বেতাগৈর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি মসজিদে বসানো
হয়েছে ভোট কেন্দ্র। এ কেন্দ্রে মোট চারটি বুথের মধ্যে দুইটি বুথ মসজিদে আর দুইটি বুথ
বসানো হয়েছে মাদ্রাসায়।
এ
বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, পবিত্র মসজিদ আল্লাহর ঘর। পবিত্র মসজিদ তৈরি করা হয়েছে ইবাদত-বন্দেগী
করার জন্য,ভোটকেন্দ্র বানানোর জন্য নয়। মসজিদে ভোটকেন্দ্র বসানোয় নামায পড়তে অসুবিধা
হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। মসজিদে ভোটকেন্দ্র করায় কেউ কেউ বাসায় আবার কেউ কেউ
অন্য এলাকায় গিয়ে নামায পড়েছে। এরাকাবাসী আরও দাবি করেন, পরবর্তীতে যেন আল্লাহর ঘরে
দুনিয়াবি কাজকর্ম না করা হয়।
মসজিদের
ইমাম মাহবুব হাসান জানান, সেই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সরকারী কোন প্রতিষ্ঠান না থাকায়
ভোটকেন্দ্র বসানো হয়েছে, এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেও কোন লাভ হয়নি।
আলেমরা
মসজিদে ভোটকেন্দ্র করার নিন্দা প্রকাশ করে বলেন, পবিত্র মসজিদ আল্লাহর ঘর। এখানে দুনিয়াবি
কথা ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সেখানে মসজিদের ভেতর ভোটকেন্দ্র করা সত্যিই নিকৃষ্ট
কাজ।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
রাজনীতি
0 facebook: