03 March 2019

ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে শাহবাগ থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের দোয়েল চত্বর এলাকায় এক পুলিশ কনস্টেবল রানা ও হাসান নামের দুই শিক্ষার্থীসহ তিনজনকে মারধর করছিলো। এসময় আরেক পুলিশ সদস্য সে ঘটনা ভিডিও করছিলেন।

শিক্ষার্থীরা বলেন, এক ফুচকা বিক্রেতা সড়কে ময়লা ফেলার প্রতিবাদ জানান তারা। এসময় পুলিশ সদস্যরা ফুচকা বিক্রেতার পক্ষ নেয়। দুই পুলিশ সদস্য ওই দোকান থেকে প্রতিদিনকার চাঁদা তুলছিলেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের। তবে পুলিশ বলছে, বহিরাগতদের সাথে ওই দুই শিক্ষার্থীর বাকবিতণ্ডা থামাতে যান তারা। উল্টো পুলিশের ওপর চড়াও হয় তারা। অবশ্য শিক্ষার্থীদের দাবির মুখে সাময়িক বরখাস্ত হয় দুই পুলিশ সদস্য।


শেয়ার করুন

0 facebook: