05 March 2019

বিজেপির ওয়েবসাইট হ্যাকঃ সন্দেহ পাকিস্তানের দিকে

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যেমন বিজেপির মতো একটি দলের ওয়েবসাইটে যদি নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়, তাও আবার হোম পেজে, তাহলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়

বিজেপি অবশ্য দাবি করছে, হ্যাকারদের কবলে পড়েছে বিজেপির ওয়েবসাইট www.bjp.orgমঙ্গলবার সকালে সেটি হ্যাক করা হয়কে বা কারা এর জন্য দায়ী, কোন জায়গা থেকে তা করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছেতবে তাদের প্রধান সন্দেহ প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে

কাশ্মিরের পুলওয়ামায় হামলার পর থেকে পাকিস্তান-ভারত সম্পর্ক যে জায়গায় এসে ঠেকেছে, তাতে পাকিস্তানী হ্যাকাররাই সাইটটি হ্যাক করে থাকতে পারে বলে ধারণা করছে মোদির দল বিজেপি

দলীয় সূত্রে বলা হয়, মঙ্গলবার সকালেই বিজেপির সাইটটি হ্যাক করা হয়চেষ্টা করেও ওয়েবসাইটটি খোলা যায়নিতার বদলে হোম পেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য ফুটে ওঠছেতার একটি ভিডিও-ও বিকৃত করে সেখানে প্রচার করা হচ্ছে
বিষয়টি ছড়িয়ে পড়তেই তদন্তে নামে বিজেপির আইটি সেল


শেয়ার করুন

0 facebook: