07 March 2019

৭ মার্চে নতুন ১০০ টাকার নোট বাজারে


স্বদেশবার্তা ডেস্কঃ ৭ মার্চে নতুন একটি ১০০ টাকার নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাংকবৃহস্পতিবার থেকে নোটটি বাজারে পাওয়া যাচ্ছেনতুন ১০০ টাকার নোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম

তিনি বলেন, নতুন ১০০ টাকার নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাওয়া যাচ্ছেপরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবেনতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে

পুরানো নোটও সচল রেখেছে বাংলদেশ ব্যাংকপর্যায়ক্রমে সারা দেশে নতুন এ নোট পাওয়া যাবে শতভাগ কটন কাগজে ভার্নিশযুক্ত ১০০ টাকা মূল্যমান নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য বেশ সুদৃঢ়নোটের স্থায়িত্ব বেশি এবং ময়লা কম হবে


শেয়ার করুন

0 facebook: