![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বিবৃতিকে ‘অগঠনমূলক’ ও ‘মূল্যহীন’ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ এনেছেন।
জবাবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ ধরনের বিবৃতি গঠনমূলক কোনো কাজে আসবে না বরং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে শুধু বিভাজন বাড়াবে। তিনি আরো বলেন, আরব লীগের বিবৃতিতে আঞ্চলিক সব দেশের অবস্থান প্রতিফলিত হয় নি বরং সুনির্দিষ্ট কয়েকটি দেশের দৃষ্টিভঙ্গি উঠে এসেছে।
বুধবার মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আামিরাত ও বাহরাইনের সমন্বয়ে গঠিত কমিটির সভা শেষে বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা আরব দেশগুলোর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং ইয়েমেনে হস্তক্ষেপ করছে ইরান।
এ সম্পর্কে বাহরাম কাসেমি বলেন, আরব লীগের এ ধরনের শত্রুতামূলক বিবৃতি ইরানের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না বরং ইয়েমেন এবং সন্ত্রাসবাদ ইস্যুসহ সব ব্যাপারেই তেহরান স্বাধীন নীতি অনুসরণ করবে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: