13 March 2019

মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযান চলছে


আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযান চলছেগেলো এক সপ্তাহে, আরাকান আর্মি ও সেনা সংঘাতের মুখে উদ্বাস্তু হয়ে পড়েছেন, অন্তত ৩ হাজার ২শো মানুষ

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক দপ্তর-ওসিএইচএরাখাইনের অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন তারা

এদিকে, শান রাজ্যেও চলছে সামরিক বাহিনীর অভিযানশান স্টেট প্রগ্রেসিভ আর্মির সঙ্গে সংঘাতের মুখে কায়থি জেলার ১০ গ্রামে গৃহহীন হয়ে পড়েছেন অন্তত ৫শ মানুষস্থানীয় বাসিন্দা ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা


শেয়ার করুন

0 facebook: