13 March 2019

ফুলবাড়ীতে ডোবায় মোটরসাইকেলসহ পুলিশের লাশ উদ্ধার


স্বদেশবার্তা ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবা থেকে মোটরসাইকেলসহ আমিনুল ইসলাম (৫৫) নামে এক পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের ঘুঘুরারপুলের পশ্চিমে চৌরাস্তার ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়

নিহত আমিনুল ইসলামের বিপি নম্বর-৬৫৮৪০৭২১৮৯তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত কাজী জলিলুর রহমানের ছেলে১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আমিনুল ইসলামব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক

ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য আমিনুল ইসলাম মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় ডিউটিতে ছিলেনএর পর তিনি ব্যক্তিগত কাজে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে যানতবে ঠিক কী কারণে গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি থানা পুলিশ

পরে স্থানীয়দের মাধ্যমে তার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে

পরে রাত সাড়ে ৩টায় ফুলবাড়ী থানায় জানাজা শেষে তার লাশ কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়েছে

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী চিকিৎসকের বরাত দিয়ে জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছেমৃতদেহ কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে


শেয়ার করুন

0 facebook: