13 March 2019

মোটা তাজাকরণের ভেজাল ঔষধ উদ্ধার, আটক ৪


স্বদেশবার্তা ডেস্কঃ গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মুল্যের ভেজাল ঔষধ উদ্ধার করেছেএসময় কারখানার ৪ শ্রমিককে আটক করা হয়

আটককৃতরা হলো সুজন, দীপকরেশা, রাজিউল ও সুলতান মাহমুদ

পুলিশ জানায়, গাজীপুর সদর হাতিয়াব এলাকায় ওয়াইল্ট মার্কেটিং কোম্পানি লিঃ নামক কারখানায় বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে পশু পাখি মাছ মুরগী ও গরু মোটাজাতকরণসহ বিভিন্ন প্রকার ভেজাল ঔষধ তৈরি করে বাজারজাত করে আসছেগোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপি অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ঔষধ উদ্ধার করা হয়েছেতবে পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করতে পারেনি


শেয়ার করুন

0 facebook: