শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে শামিম আহমেদ রচিত ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন অভিযোগ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকতে একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির লালন-পালনে পাপের বাইরে নন তিনি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা তুলে ধরে নাসিম বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের সর্বক্ষেত্রে এ উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ সরকার বাংলাদেশ থেকে জঙ্গিদের সম্পূর্ণ মুক্ত করতে সক্ষম হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। বারবার তিনি এ বাংলায় ক্ষমতায় আসুক, সেটাই প্রত্যাশা করি।
তিনি বলেন, যখন আমাদের এই স্বাধীন বাংলাদেশকে সাম্প্রদায়িক শক্তি গ্রাস করছিল, তখন শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশকে আমরা আবার ফিরে পেয়েছি। মনে রাখতে হবে ওই সাম্প্রদায়িক শক্তিকে আর কখনও ক্ষমতায় আসতে দেয়া যাবে না।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে নাসিম বলেন, ‘এত বড় উন্নত দেশ হয়ে জঙ্গিকে পুরোপুরি দমন করতে পারেনি। এই হামলায় বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষতি হতে পারত। কিন্তু আল্লাহ তাদের হেফাজত করেছেন।’
গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে নাসিম বলেন, গ্যাসের দাম যেন বেশি না বাড়ে, সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। তাদের আমরা বলব, দাম যদি বাড়াতেই হয়, তাহলে সহনশীল মাত্রায় বাড়ান।
বইয়েরর লেখক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দিলীপ রায়, তোফায়েল হোসেনসহ অন্যরা।
0 facebook: