সিলেট প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আল জামিয়্যাহ আস সালাফিয়্যাহ মাদরাসার পরিচালক শায়েখ আবদুর রাজ্জাক বিন
ইউসুফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বাংলাদেশের জাতীয়
সঙ্গীত, জাতীয় কবি ও পীর-আউলিয়াদের নিয়ে কটাক্ষ করার অভিযোগ এনে এই মামলা করা হয়।
গতকাল বুধবার
দুপুরে আমলগ্রহণকারী ম্যাজিস্ট্রেট বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এই মামলা
করেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার জগন্নাথপুরের পৌর এলাকার বাসিন্দা আবুল হাসনাত
বেলাল।
আবুল হাসনাত
বেলাল মামলায় উল্লেখ করেন- ইন্টারনেটে ভিডিও শেয়ারিং’এর মাধ্যম
ইউটিউবে প্রচারিত কথিত শায়েখ আবদুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ মাহফিলে খাজা
মঈনউদ্দিন হাসান চিশতী আজমেরি সানজেরী গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি, হযরত
শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহি, গোলাপ
শাহ, জাতীয় সঙ্গীত, ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কটাক্ষ করে
কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে পীর-আউলিয়াদের কবর ভেঙে চৌচির
করে দিতে বলেছেন। জাতীয় পতাকা, ও নজরুল ইসলামকে নিয়ে অপমানজনক বক্তব্য দিয়েছেন,
যা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল।
মামলায় উল্লেখ
করা হয়, আসামি ইউটিউবের মাধ্যমে এই বক্তব্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তিনি এই
বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতি ও স্বাধীনতার চেতনার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন
করেছেন।
মামলার নথিতে
দাবি করা হয়, আসামির এই বক্তব্যে এক হাজার কোটি টাকার সম্মান
ক্ষুন্ন হয়েছে। আসামির বিরুদ্ধে দ-বিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি
পরোয়ানার আদেশ প্রার্থনা করা হয়।
মামলার
বাদিপক্ষের আইনজীবী হিসবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিরুল হক এনাম, জিয়াউর
রহিম শাহিন, জুয়েল মিয়া ও রুবেল আহমদ।
এ বিষয়ে আমিরুল
হক এনাম বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে শায়েখ আবদুর রাজ্জাক বিন
ইউসুফের বিরুদ্ধে সমন জারি করেছেন। আমরা আশা করছি আদালতের কাছে ন্যায়বিচার পাব।’
খবর বিভাগঃ
অপরাধ
ধর্ম ও জীবন
ধর্মীয় বিদ্বেষ
সিলেট বিভাগ
0 facebook: