17 March 2019

ঢাবিতে ক্লাস পরীক্ষা বর্জন ও ভিসির কার্যালয় ঘেরাও এর ঘোষণা


স্বদেশবার্তা ডেস্কঃ জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল,পুনঃতফসিল ঘোষণা, ব্যর্থ ভিসির পদত্যাগের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন ও ভিসি কার্যালয় ঘেরাও এর ঘোষণা দিয়েছে প্রগতিশল ছাত্র ঐক্যজোট

রোববার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মোর্চা প্রগতিশীল ছাত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী

তিনি বলেন, ১১ মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছেএই নির্বাচন আমরা মানিনাত্রুটিপূর্ণ নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারিনাএই ডাকসু আমাদের ডাকসু নাআগামীকাল ক্লাস-পরীক্ষা বর্জন এবং ভিসি কার্যালয়ে অবস্থানের মধ্য দিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব

এসময় আপনাদের পাঁচটি প্যানেলের সংবাদ সম্মেলন করার কথা ছিল কিন্তু আপনারা ছাড়া আর কোনো প্যানেল নেই কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লিটন নন্দী বলেন, অন্যরা এখনও ইন্টারনাল কিছু দ্বিধায় আছেতারাও আপনাদের সাথে তাদের অবস্থান পরিস্কার করবে বলে আমরা আশা করছিতবে আমরা আমাদের অবস্থান পরিস্কার করছি

নুর কি গতকাল গণভবনের বক্তব্যের মধ্য দিয়ে আপনারদের জোটগত ভাবে প্রতারণা করছে?

এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার বক্তব্যের কিছু অংশ প্যানেলের সাথে সাংঘর্ষিকতিনি যদি এ বক্তব্যে অটল থাকেন তাহলে ছাত্র সমাজের সাথে প্রতারণা করবেনতার এ বক্তব্য আমাদের আন্দোলনের স্পিড কমিয়ে দিয়েছে এবং ছাত্রসমাজকে ধোঁয়াশায় ফেলেছে

আমরা মনে করি তিনি শীঘ্রই তার অবস্থান পরিস্কার করবেন

তাদের দাবি গুলো হল-জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল; পুনঃতফসিল ঘোষণা এবং ব্যর্থ ভিসির পদত্যাগ, নির্বাচনে কারচুপির সাথে জড়িত শিক্ষকদের পদত্যাগ এবং মিথ্যা মামলা প্রত্যাহার


শেয়ার করুন

0 facebook: