স্বদেশবার্তা ডেস্কঃ বন্দরে ৫শ’ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকালে বন্দরের সমরক্ষেত্রে ৫০০ পাউন্ডের বিশাল কেক কাটেন নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন এমপি সেলিম ওসমান, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ রশিদ প্রমুখ।
বিকালে বন্দরের দেউলী চৌরাপাড়া সোমবারিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।
শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক শহীদুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট আলআমিন, শাহজাহান মোল্লা, ফয়েজ আহমেদ প্রমুখ।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
0 facebook: