স্বদেশবার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে গতকাল দিনভর নানা আয়োজনে মুখরিত ছিল শিল্পকলা একাডেমি। গতকাল রবিবার বিকেলে, একাডেমির চিত্রশালা প্লাজায় সাংস্কৃতিক আয়োজনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক আয়োজনে শিল্পকলা একাডেমি মাতিয়ে রাখে শিশু শিল্পীরা। শিল্পকলা একাডেমির এই আয়োজনে অংশ নেয় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিশুশিল্পীরা।
শিশু শিল্পীদের সুর-ছন্দে মুখরিত ইতিহাসের মহানায়কের জন্মবার্ষিকী উদযাপনের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে একাডেমির শিশু-কিশোর অ্যাক্রোবেটরা। দরাবাজির কুশলী দক্ষতায় তারা মুগ্ধ করে দর্শকশ্রোতাদের।
এদিকে গান, কবিতা, নৃত্য ও অভিনয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে অনলাইন ভিত্তিক সংগঠন 'মুক্তির গান'। শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান।
গতকাল রবিবার সন্ধ্যায়, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে, অনলাইন মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করে নির্বাচন করা হয় ৭ শিশুকে। মঞ্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পরিবেশনা ও পুরস্কার দেয়ার পাশাপাশি সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে দেশাত্ববোধক নানা পরিবেশনা তুলে ধরেন ক্ষুদে শিল্পীরা।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: