18 March 2019

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৭৩,নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছেএ ঘটনায় ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেপ্রত্যন্ত অঞ্চলে উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদেরনিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ

বন্যা, ভূমিধস ও গাছ উপড়ে পড়ে দুটি সেতু ও শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছেবাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় স্থানীয় সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে চার হাজারেরও বেশি বাসিন্দা

এর আগে রবিবার, এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানায়, শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অবিরাম বৃষ্টির কারণেই বন্যা ও ভূমিধস দেখা দেয়বন্যার কারণে ৯টি বাড়ি ও দু'টি সেতু ক্ষতিগ্রস্থ হয়েছেবন্যাকবলিত স্থানগুলোতে উদ্ধার অভিযান চলছেদুর্গতদের সহায়তায় কাজ করছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো এক বিবৃতিতে বলেন, বন্যার পানি অনেকটা নিচে নেমে গেছেতবে, বন্যার কারণে পানিতে ভেসে আসা কাঁদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিসপত্র পড়ে রয়েছেবন্যার কবলে পড়ে অনেকের বাড়িরঘর ভেসে গেছে কিংবা ধসে পড়েছে

তিনি আরও জানান, স্থানীয় ১২০ জনেরও বেশি বাসিন্দা সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেদাতব্য সংস্থা রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো


শেয়ার করুন

0 facebook: