ছবিঃ সংগৃহীত |
সিলেট প্রতিনিধিঃ সিলেটে বেড়াতে এসে ট্রাক-সিএনজি চালিত
অটোরিকশা সংঘর্ষে সেনা কর্মকর্তার স্ত্রী-ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে
বিছানাকান্দি-জাফলং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনাবাহিনীর
সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তাদের ছেলে সাজিদ মিয়া (৬)। এসময় দুর্ঘটনায় সোজা আহমদের পরিবারের
সঙ্গে থাকা মাহিন ও সজিব নামে দুইজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঢাকা
সেনানিবাস থেকে তারা সিলেটে বেড়াতে এসেছিলেন। বিছানাকান্দিতে বেড়াতে গিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌছলে ট্রাকের
ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে
ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর বিভাগঃ
দুর্ঘটনা
সিলেট বিভাগ
0 facebook: