30 March 2019

আগুনের পর আগুন, দেশবাসী যেন গোরস্থানের মধ্য দিয়ে হাঁটছে


স্বদেশবার্তা ডেস্কঃ বিরোধী দলকে দমন করতে অত্যাধুনিক সরঞ্জাম আনছে সরকার, কিন্তু মানুষকে বাঁচানোর কোন পরিকল্পনা নেই। আগুনে পুড়ে মারা যাওয়ার দায় সম্পূর্ণ সরকারের বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

রিজভী বলেন, আগুনের পর আগুন, দেশবাসী যেন গোরস্থানের মধ্য দিয়ে হাঁটছে। জবাবদিহি বিহীন সরকার থাকার কারণে মৃত্যুর মিছিল থামছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ভবন তদারকির দায়িত্ব সরকারের। ২২ তলার আগুন নেভাতে পারছে না, উন্নয়নের বুলির নামে তারা ধোয়া তুলছে বলেও জানান। পুরনো আমলের সরঞ্জাম দিয়ে চলছে, আধুনিক যন্ত্রপাতি নেই। ফায়ার সার্ভিস আধুনিক সরঞ্জামে সজ্জিত করলে এত বড় ঘটনা ঘটে না। আগুনে পুড়ে মানুষ মরার দায় সম্পূর্ণ সরকারের। এবং ক্ষমতাশীলরা জড়িত আছে বলেই বিল্ডিং কোড মানা হচ্ছে না বলেও জানান তিনি।


শেয়ার করুন

0 facebook: