02 April 2019

৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক ধর্মঘট চলছে


স্বদেশবার্তা ডেস্কঃ বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে চলছে শ্রমিক ধর্মঘট।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল আটটা থেকে পাটকল শ্রমিকরা নতুন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে। শ্রমিকরা নেতারা জানান, দুপুর বারোটা পর্যন্ত চলবে এই অবরোধ।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক জানান, শ্রমিকদের ৭/৮ সপ্তাহের মজুরি এখনও দেয়া হয়নি। গত মাসে শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বিজেএমসি চেয়ারম্যান ২৮মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

কর্মসূচি চলছে রাজশাহী ও সিরাজগঞ্জেও।


শেয়ার করুন

0 facebook: