আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি বিনিময়ের সময় বিএসএফের এক কর্মকর্তা ও এক শিশু নিহত হয়েছে। এছাড়া ৪ ভারতীয় সেনা জওয়ানসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ বেসামরিক ব্যক্তি রয়েছেন বলে জানা যায়।
সোমবার ভারত অধিকৃত কাশ্মিরের পুঞ্চ সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে তুমুল গোলাগুলি বিনিময় হয়। বিএসএফের এক কর্মকর্তা বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনারা ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে গুলিবর্ষণ করে।
গণমাধ্যমের একটি সূত্র বলছে, নিয়ন্ত্রণরেখা বরাবর, মানকোট ও কৃষ্ণাঘাঁটি সেক্টরে ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গুলি ও শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এদিকে সোমবার অন্য একটি ঘটনায় জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার জন স্বাধীনতাকামী নিহত ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। সোমবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার লসসিপোরা এলাকায় নিহত চার স্বাধীনতাকামীর নাম তৌসিফ আহমদ ইতু, জাফর আহমদ পল, আকিব আহমেদ কুমার ও মোহাম্মদ শফি ভাট। তাদের বাড়ি কাশ্মিরের পুলওয়ামা ও সোপিয়ানে।
জম্মু-কাশ্মির পুলিশের দাবি, নিহতরা সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদীন ও লস্কর-ই-তাইয়্যেবার সদস্য।
পুলিশের এক মুখপাত্র বলেন, বিশ্বস্তসূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হলে স্বাধীনতাকামীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ‘গুলিবর্ষণ করে’। এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ‘প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার’ হয়েছে। সংঘর্ষে তিন সেনা জওয়ান ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশের এক মুখপাত্র জানান। সূত্র : পার্স টুডে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: