আন্তর্জাতিক ডেস্কঃ রাওয়ালকোট সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর হাতে তিন পাক সেনা নিহতের ঘটনায় প্রতিশোধে নেমেছে পাকিস্তান। তাদের দাবি, বিনা উসকানিতে এমন হামলার জবাবে ভারতীয় সাত সেনাকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় তাদের গুলিতে আরও ১৯ সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর মঙ্গলবার এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে পাকিস্তানে গুলিবষর্ণ করলে এর পাল্টা জবাব হিসেবে ভারতীয় কয়েকটি নিরাপত্তাচৌকিও ধ্বংস করে পাকিস্তান। এতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জনবহুল এলাকা খুইরাতে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালালে ১৮ বছর বয়সী এক পাকিস্তানি তরুণ শহীদ হয়। এছাড়া তিনজন নারী গুরুতর জখম হয়।
এদিকে মঙ্গলবার সকালে ভারতীয় বাহিনী অনর্থক গুলি চালিয়ে রাওয়ালকোট এলাকায় গুলি চালায়। এতে তিন পাকিস্তানি সেনা শহীদ হন। নিহত তিন সেনা হলেন, মুহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ এবং শহিদ মানসাব।
পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী গত ৪৮-৭২ ঘণ্টা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে। পাকিস্তান এর যুগোপযোগী জবাব দিয়েছে।
সূত্রঃ দি নিউজ ইন্টারন্যাশনাল ও আনাদলু।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: