13 April 2019

ভারতে গোহত্যা সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত তিন

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে আবারো গোহত্যা সন্দেহে নির্যাতনের শিকার হয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরো তিনজন। তবে এবার কোনো মুসলমান নয় বরং নৃগোষ্ঠীর লোকজনের ওপরই এ হামলা চালানো হয়। গত বুধবার রাতে এ ঘটনা ঘটলেও সম্প্রতি তা সামনে আসে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ঝাড়খণ্ডের গুমলা জেলায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। সেখানে একটি মৃত পশু থেকে মাংস কেটে নিচ্ছিল কয়েকজন। এমন সময় গোহত্যার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে চারজন গুরুতর জখম হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুমলা জেলার দুমরি থানা এলাকার জুরুম গ্রামে একটি পশুকে হত্যা করতে দেখে স্থানীয়রা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। তবে যাদের ওই পশুর মাংস কাটতে দেখা গিয়েছিল তাদের কেউই জুরুম গ্রামের বাসিন্দা নয়। পরে জানা যায় যে জয়রাগি গ্রামের বাসিন্দা। মৃত পশুটি আসলে কী তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জুরুম গ্রামের বাসিন্দারা সন্দেহ করে, হত্যা করা পশুটি গরু হতে পারে। তখনই শুরু হয়ে যায় বেদম প্রহার।

গণপ্রহারের চোটে গুরুতর জখম হন চার ব্যক্তি। জখম হওয়া ব্যক্তিরা হলেন প্রকাশ লাকরা (৫৫), পিটার কেরকেট্টা (৫০), জানওয়ারিয়াস মিনজ (৪২) ও বালিউসিস তিরকে (৬০)। গণপিটুনির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দুমরি থানার পুলিশ। আহত চারজনকেই থানায় নিয়ে আসা হয়। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি ৫৫ বছর বয়সী প্রকাশ লাকরাকে।

সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তদন্তে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি যে, মৃত পশুটি গরু ছিল। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্ত দল গঠন করা হবে বলে জানিয়েছেন ডিআইজি অমল ভি হোমকার। এ ঘটনার পর তিনদিন পার হয়ে গেছে। কিন্তু শনিবার সকাল পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি।


শেয়ার করুন

0 facebook: