09 July 2019

পুলিশে চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আটক ২


স্বদেশবার্তা ডেস্কঃ পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। রাঙামাটি থেকে চট্টগ্রাম এনে এক বাসায় আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। মঙ্গলবার এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দৈনিক ইনকিলাবকে বলেন, তারা ওই তরুণীকে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই তরুণী ফাঁদে পড়েছে বুঝতে পেরে যে বাড়িতে তাকে রেখে ধর্ষণ করে সেই বাড়ির মালিককে জানান। তিনি পুলিশকে ঘটনা জানান। পরে তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: