ফাইল ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি মন্তব্যের প্রতিবাদে
তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের বন্যা বইয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব।
অমর্ত্য সেন বলেছেন, জয় শ্রী রাম কখনোই বাঙালির ধ্বণি নয়।
অপছন্দের লোকদের মারধর করার জন্য ইদানিং এটা চালু করা হয়েছে। ওঁর এই মন্তব্যে যেন
ভীমরুলের চাকে ঢিল পড়েছে। পশ্চিমবঙ্গের হেন বিজেপি নেতা নেই, যিনি এই সুযোগে ওঁকে
ব্যক্তিগত আক্রমণ করেননি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, উনি বিদেশে থাকেন, দেশের
খবর রাখেন না। সদ্য বিজেপি নেতা মুকুল রায় বলেন, উনি বিমানবন্দর থেকে গাড়িতে ওঠেন,
আবার গাড়ি থেকে নেমে বিমানে ওঠেন। সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই ওঁর। বিজেপি
সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, বার্ধক্য জনিত কারণে উনি এ সব কথা বলছেন। মেঘালয়ের রাজ্যপাল
তথাগত রায়ের বক্তব্য, অমর্ত্য সেনের উচিত শুধুমাত্র অর্থনীতি নিয়ে থাকা। দীপংকর চক্রবর্তী,
ভয়েস অফ আমেরিকা, কলকাতা। সূত্রঃ ফাষ্টটুডে
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: