13 July 2019

ইয়াবাসহ গ্রেপ্তারের পর মিলল বিভিন্ন পত্রিকার সাংবাদিকতার পরিচয়পত্র!


স্বদেশবার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে বিক্রির সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ সম্রাট মোহাম্মদ আলী মুন্সী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী খাঁটিহাতা এলাকার মো. আলী হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, মোহাম্মদ আলী মূলত সিএনজিচালিত অটোরিকশা চালক। তবে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। অটোরিকশা চালানোর অন্তরালে তিনি মাদক কারবার করতেন। তার বিরুদ্ধে সদর থানায় ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছে বিভিন্ন মিডিয়ার চারটি পরিচয়পত্র পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।


শেয়ার করুন

0 facebook: