বুধবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে তোলা হবে।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মুহম্মদ হূমায়ুন কবির জানান, রিফাতের স্ত্রীর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। তবে কতো দিনের রিমান্ড চাইবে পুলিশ সে বিষয়ে কিছু জানাননি এই পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার নয়াকাটা গ্রামের বাড়ি থেকে মিন্নিকে বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরকেও তার সঙ্গে নেওয়া হয়। মিন্নিকে গ্রেফতার দেখানোর পর রাতেই তার বাবাকে ছেড়ে দেয় পুলিশ।
বরগুনার পুলিশ সুপার মুহম্মদ মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে রিফাত হত্যায় তার স্ত্রী মিন্নির সংশ্নিষ্টতা পাওয়া গেছে। তাই এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৬ জুন (বুধবার) প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড গ্রুপ ধারালো রামদা দিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
0 facebook: