জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্মৃতি আক্তার রীমা (১৫) নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।
নিহত স্মৃতি আক্তার রিমা হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। সে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।
রিমার পরিবার সূত্রে জানা যায়, একই উপজেলার পাশের চরফরাদী গ্রামের খুরশিদ উদ্দিনের ছেলে জাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রিমার। সে গত মঙ্গলবার বিকেলে মায়ের সঙ্গে অসুস্থ নানীকে দেখতে নানার বাড়ি আসে। বুধবার রাত ১০টার দিকে মা আঙ্গুরা খাতুন বাড়ির পশ্চিম পাশে পুকুর পাড়ে তাকে জাহিদের সঙ্গে আলাপ করতে দেখেন। এ সময় জাহিদের সঙ্গে আরও ২/৩জন ছেলে ছিল। রিমাকে ডাক দিলে জাহিদসহ অন্যরা পালিয়ে যায়।
পরে রিমাকে ঘরে নিয়ে এসে ঘুমিয়ে পড়েন মা। ভোরে ঘুম থেকে উঠে বিছানায় রিমাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশে পুকুর পাড়ে একটি বরই গাছের ডালে রিমাকে ঝুলতে দেখেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রিমার মামী নাজমা খাতুন জানান, তিনি বুধবার দুপুরে বাড়ির উত্তর পাশের একটি কুমড়া ক্ষেতের কাছে রিমাকে জাহিদের সঙ্গে আলাপ করতে দেখেছেন।
রিমার বড় মামা মোস্তফা অভিযোগ করে বলেন, জাহিদ রিমাকে রাতে বাড়ি থেকে ডেকে পুকুর পাড়ে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি কনডম ও সেক্সুয়াল বড়ি পড়ে থাকতে দেখা গেছে।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
ধর্ষণ
0 facebook: