আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিমদের একাধিক স্ত্রী ও অধিক সন্তান নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি নেতা। উত্তর প্রদেশের বাল্লিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং মুসলিম জনসংখ্যার কথা বলতে গিয়ে তাদের আচরণকে পশুর সঙ্গে তুলনা করেছেন।
#WATCH Surendra Singh, BJP MLA from Ballia: In Muslim religion, you know that people keep 50 wives and give birth to 1050 children. This is not a tradition but an animalistic tendency. (14.07.2019) pic.twitter.com/i3AJa9ZSxw— ANI UP (@ANINewsUP) July 15, 2019
এর আগেও মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। মুসলিমবিরোধী মন্তব্যের জন্য পরিচিত এই বিজেপি বিধায়ক বলেন, ‘আপনারা জানেন, ইসলাম ধর্মের অনেকেরই ৫০টি স্ত্রী আর এক হাজার ৫০টি সন্তান থাকে। এটা কোনো সভ্যতা নয়। এটা তো পাশবিক প্রবণতা।’
সুরেন্দ্র সিং মনে করেন, অনেক স্ত্রী এবং অসংখ্য সন্তান জন্ম দেওয়া মুসলিমদের ঐতিহ্য এবং এই প্রবণতা খুবই পাশবিক। সমাজে দুটি বা চারটি সন্তানের জন্ম দেওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি। তবে মুসলিমদের নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করলেন তার কোনো ভিত্তি নেই। আর্থিক সামর্থ্য থাকলে মুসলিমদের মধ্যে চার বিয়ের প্রচলন রয়েছে। তবে সেই সংখ্যাও খুব কম। আর তিনি যেভাবে ৫০ স্ত্রী আর হাজার সন্তানের কথা বললেন সেটাও খুব বিরল ঘটনা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত
0 facebook: