পুলিশ জানায়, লিটন বিভিন্ন সময় খাজরা ওই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এরই জের ধরে শনিবার ভোর রাতে ওই মাদ্রাসা ছাত্রীর বাড়িতে গিয়ে লিটন জোর পূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয় এলাকাবাসী সেখানে গিয়ে লম্পট লিটনকে হাতে নাতে ধরে ফেলে। পরে তারা পুলিশে খবর দেয়। এরপর শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ধর্ষককে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, আটক লিটন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। এলাকার বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত রয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ধর্ষক লিটনের বিরুদ্ধে ওই মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছেন।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
ধর্ষণ
0 facebook: