22 July 2019

বন্যা কবলিত সবাই ত্রাণ পাওয়ার মতো ননঃ দুর্যোগ প্রতিমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মুহম্মদ এনামুর রহমান বলেছেন, লাখ লাখ লোক বন্যাকবলিত। কিন্তু তাদের সবাই ত্রাণ পাওয়ার মতো নন। কারণ যাদের সামর্থ আছে, জমানো অর্থ আছে- তাদের ত্রাণের প্রয়োজন নেই। এমনকি সরকারিভাবে দেয়া এসব ত্রাণ গ্রহণ করতেও তারা সাচ্ছন্দ্য বোধ করেন না। তবে যারা সত্যিকারের দরিদ্র তাদের ত্রাণের সমস্যা হবে না। বন্যাকবলিত সব জেলাতেই মনিটরিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গেই যখন যা প্রয়োজন সেটা বরাদ্ধ দেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইঝবাড়ীতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, অন্যান্য বছরের চেয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম এবার সুষ্ঠু ও গতিশীল হয়েছে। যে কারণে এ পর্যন্ত একটি মানুষও না খেয়ে মারা যায়নি। যে কদিন মানুষ ঘরে ফিরতে না পারবে, সে কদিন ত্রাণ তৎপরতা সরকারিভাবেই অব্যাহত থাকবে। বন্যা শেষে দরিদ্র ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বগুড়ার ধুনট-শেরপুর আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, পানি উন্নয়ন বোর্ডের নকশা বিভাগের প্রধান প্রকৌশলী মোতাহার হোসেন, জেলা প্রশাসক ড. মুহম্মদ ফারুক আহম্মদ প্রমুখ। এর আগে স্পিটবোটযোগে কাজিপুরের কয়েকটি চরাঞ্চলের বানভাসিদের খোঁজখবর নেন দুর্যোগ প্রতিমন্ত্রী ও প্রাণিসম্পদ উপমন্ত্রী।


শেয়ার করুন

0 facebook: