23 July 2019

ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে যুদ্ধাপরাধ করেছে ইসরাইলঃ হিজবুল্লাহ


আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছে। হিজবুল্লাহ সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমেরিকা ও কয়েকটি আরব দেশের ষড়যন্ত্রের ফল হচ্ছে এই ধ্বংসযজ্ঞ।

বিবৃতিতে এর ব্যাখ্যা দিয়ে আরো বলা হয়েছে, পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশ তড়িঘড়ি করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে এবং তারা দখলদারদের সঙ্গে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে বিরাট সুযোগ হিসেবে গণ্য করছে। এরই ধারাবাহিকতায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খালিফা ওয়াশিংটনে প্রকাশ্যে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরপর সোমবার বাহরাইনের সাংবাদিকদের একটি প্রতিনিধিদল জেরুজালেমে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হিজবুল্লাহ আরও বলেছে, আরব দেশগুলোর এসব পদক্ষেপ ইহুদিবাদী ইসরাইলের ঘৃণ্য অপরাধ ঢাকতে সহযোগিতা করছে। পূর্ব জেরুজালেমের ওয়াদি হুমুস এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে ইসরাইল যুদ্ধপরাধ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। হিজবুল্লাহ বলেছে, সোমবারের ধ্বংসযজ্ঞ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টার দিকে থেকে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমের উপকণ্ঠে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলতে শুরু করে ইসরাইল। বাড়িঘরগুলো পূর্ব জেরুজালেমের শেষ প্রান্তে অবস্থিত। সেখানকার বাসিন্দারা বলছেন, তারা ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বাড়িঘর নির্মাণ করেছিলেন। কিন্তু ইসরা‌ইলল পশ্চিম তীরের অবশিষ্ট ভূমিও দখলে নিতে বাড়িঘর ভেঙে দিচ্ছে।


শেয়ার করুন

0 facebook: