প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, ভূমিকম্পের পর দুই হাজারের বেশি লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। তিনি আরো জানান, আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে এ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র চার কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৪.৪।
সুতোপো এক বার্তায় বলেন, ‘ভূমিকম্পে বনজার্নাগড়া জেলার কালিবানিংয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।’ তিনি জানান, এতে ৩১৬টি ঘরবাড়ি, চারটি মসজিদ ও দুটি স্কুল ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের ঘটনায় দুই হাজার ১০৪ জন তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে উঠেছে।
সুতোপো জানান, উদ্ধার ও দুর্যোগ দফতরের কর্মীদের পাশাপাশি প্রায় দুই শ’ সৈন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় যৌথভাবে ত্রাণ বিতরণ করছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: