19 April 2018

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে হতাহত ২৩


আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশে ভূমিকম্পে দু'জন নিহত হয়েছেনআহত হয়েছেন আরো ২১ জনএতে তিন শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেআজ বৃহস্পতিবার দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছেনখবর সিনহুয়া

প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, ভূমিকম্পের পর দুই হাজারের বেশি লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে তিনি আরো জানান, আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয় ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে এ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানেভূপৃষ্ঠের মাত্র চার কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৪.৪

সুতোপো এক বার্তায় বলেন, ‘ভূমিকম্পে বনজার্নাগড়া জেলার কালিবানিংয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছেতিনি জানান, এতে ৩১৬টি ঘরবাড়ি, চারটি মসজিদ ও দুটি স্কুল ভবন ধসে পড়েছেভূমিকম্পের ঘটনায় দুই হাজার ১০৪ জন তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে উঠেছে

সুতোপো জানান, উদ্ধার ও দুর্যোগ দফতরের কর্মীদের পাশাপাশি প্রায় দুই শসৈন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় যৌথভাবে ত্রাণ বিতরণ করছে


শেয়ার করুন

0 facebook: