25 July 2019

হঠাৎ উত্তেজনায় সীমান্তে দু’জন নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের


স্টাফ রিপোর্টার॥ যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সীমান্ত রেখা বরাবর ভারতীয় সেনাদের গোলাগুলিতে দুজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করা হয়েছে।

বুধবার বিনা উসকানিতে সীমান্তে গোলাগুলি ও হত্যাকাণ্ডের জন্য ভারতীয় ডেপুটি হাই কমিশনা তলব করেন পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মোহাম্মাদ ফয়সাল।

এসময় তিনি ২০০৩ সালে সই হওয়া যুদ্ধবিরতি মেনে চলার বিষয়টি দিল্লিকে নিশ্চিত করার আহ্বান জানান। ২০০৩ সালের ওই চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান সীমান্ত রেখা বরাবর যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য।

গত সোমবার সীমান্ত রেখার বাংসার সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে ১২ বছরের শিশু মোহাম্মাদ রিয়াজ নিহত ও ১৮ বছরের তরুণ জবিউল্লাহ গুরুতর আহত হন। এরপর দিন হটস্প্রিংজানদ্রোত ও বানচিরিয়ান সেক্টরে ভারতীয় সেনাদের গোলাগুলিতে জান বিবি নামে এক নারী নিহত এবং নাসিমপারভিন বিবি ও মোহাম্মাদ খালিদ নামে তিন ব্যক্তি আহত হন।


শেয়ার করুন

0 facebook: