25 July 2019

প্রিয়াকে বাংলাদেশ সরকার গ্রেফতার করতে যাচ্ছে কি না জানতে চেয়েছে ওয়াশিংটন


আন্তর্জাতিক ডেস্কঃ প্রিয়া সাহাকে বাংলাদেশ সরকার গ্রেফতার করতে যাচ্ছে কি না তা জানতে চেয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী নিজেই বুধবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি জানতে চেয়েছিলেন আমরা প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করেছি কি না। আমি বলেছি সরকার তার বিরুদ্ধে কোনো মামলা করবে বলে মনে হয় না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি আমাকে জানান, প্রিয়া সাহা এখন শঙ্কিত। আমি বলেছি প্রিয়া দেশে ফিরলে সরকারের কাছে নিরাপত্তা চাইতে পারেন। বাংলাদেশে অনেকেই অনেক কথা বলেন। আমরা তাদের গ্রেফতার করি না।

তবে ওই কর্মকর্তার কাছে প্রিয়া সাহার অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলেও দাবি করেছেন আব্দুল মোমেন। তবে তার বিরুদ্ধে দেশের বেশ কয়েকটি স্থানে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলেও সবগুলোই খারিজ করে দিয়েছে আদালত।


শেয়ার করুন

0 facebook: