25 July 2019

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বামী পরিত্যাক্তা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ


জেলা প্রতিনিধিঃ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মুহম্মদ তরিকুল ইসলাম ওরফে তারেক হাসান (২৬)। সে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের টুতবাড়ি (গোধারা) গ্রামের মুহম্মদ আবুল হাশেম খলিফার পুত্র ও উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির যুগ্ম-আহ্বায়ক।

গত বুধবার রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আর এ ঘটনায় বিয়ের দাবিতে বৃহস্পতিবার সকালে ধর্ষক ছাত্রলীগ নেতা তারেক হাসানের বাড়িতে অবস্থান নেন ভূক্তভোগী ওই নারী। পরে বিকেলে থানা পুলিশের ওসি (তদন্ত) ও এসআই মুহম্মদ রহিম ওই নারীকে থানায় নিয়ে আসেন।

জানা গেছে, উপজেলার মধ্য ঝনঝনিয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা এক সন্তানের এক জননীকে ধর্ষণের সময় স্থানীয়রা ওই ছাত্রলীগ নেতা মুহম্মদ তরিকুল ইসলাম ওরফে তারেক হাসানকে আটক করে। কিন্তু পরে সে পালিয়ে যায়।

ভূক্তভোগী ওই নারী জানান, ছাত্রলীগ নেতা তারেক হাসান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে। ঘটনার দিন বুধবার রাত ১০টার দিকে তার ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে চাইলে বাধা দেই। এ সময় আমার মুখ চেপে ধরে ধর্ষণ করে। একপর্যায়ে স্থানীয়রা টের পেয়ে আমাদের ঘরের চারপাশে অবস্থান নেয় ও তাকে (ছাত্রলীগ নেতা তারেক) আটক করে। পরে সে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুহম্মদ তরিকুল ইসলাম চৌধুরী তাপস অভিযুক্ত তারেক হাসানকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে স্বীকার করে জানান, এমন অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানা পুলিশের ওসি মুহম্মদ মনিরুজ্জামান জানান, এই ঘটনায় ভূক্তভোগী নারী মামলা দায়ের করতে চাইলে মামলা নেয়া হবে।


শেয়ার করুন

0 facebook: