27 July 2019

ভারত আশ্রয় না দিলে আমরা হয়তবা স্বাধীন হতে পারতাম না


স্টাফ রির্পোটারঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষি মন্ত্রী ও নকল-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের মানবিক আশ্রয় না দিলে আমরা হয়তবা স্বাধীন হতে পারতাম না। পারতামনা স্বাধীন ভাবে চলতে ফিরতে। পেতাম না স্বাধীন পতাকা।

শনিবার দুপুরে নকলা উপজেলার বারমাইশা দাখিল মাদরাসা মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শাড়ী, দফাদার, চৌকিদার ও অসহায় দু:স্থদের মাঝে শার্ট, টাউজার, গেঞ্জী ও পাঞ্জাবী বিতরণ কালে এসব কথা বলেন মতিয়া চৌধুরী।

তিনি বলেন, আমরা যেমন ভারতে আশ্রয় নিয়ে স্বাধীনতা অর্জন করে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। তেমনি আমাদের দেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক আচরণ দেখিয়েছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদেরও একসময় সুদিন আসতে পারে। এ বিবেচনায় বিপদের সময় তাদের প্রতি বর্তমান সরকার মানবিক আচরণ করে আসছেন। আর এর ফলশ্রুতিতে সারা পৃথিবীর প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এসময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 facebook: