01 August 2019

ইসলামী বিরোধী হিন্দু লেখক অভিজিত হত্যা মামলায় মুসলিম ব্লগার ফারাবি সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন


স্টাফ রিপোর্টার।। মুক্তমনা উগ্রবাদী হিন্দু ব্লগার অভিজিত রায় হত্যা মামলায় মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়াসহ (চাকরিচ্যুত মেজর) ছয় জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল বিচারক মুহম্মদ মজিবুর রহমান চার্জ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আগামী ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিচারের জন্য সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

আসামিরা হলেনঃ- মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া (চাকরিচ্যুত মেজর), মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (সাংগঠনিক নাম শাহরিয়ার), আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আকরাম হোসেন ওরফে আবির, মুহম্মদ আরাফাত রহমান ও শফিউর রহমান ফারাবি।

এর আগে গত ১১ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট প্রদান করেন।

অতঃপর মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য উপরোক্ত আদালতে বদলি করা হয়। সেই হিসেবে আজ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। উল্লেখ্য, মুক্তমনা ইসলাম বিদ্বেষী ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে কে বা কারা কুপিয়ে জখম করে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পরে ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা মুক্তমনা অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যামামলা করে। চলতি বছরের ১৩ মার্চ ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে ছয়জনের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম। মামলায় সাক্ষী করা হয়েছে ৩৪ জনকে।


শেয়ার করুন

0 facebook: