![]() |
নারায়ণগঞ্জ জেলা কারাগার। ফাইল ছবি |
স্টাফ রিপোর্টার।। গোপালগঞ্জ জেলা কারাগারের চাকরিচ্যুত কারারক্ষী হাবিবুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নারায়ণগঞ্জের ফতুল্লায় মামলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ও নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপারকে নিয়ে সমালোচনা করে কমেন্টস করায় ডেপুটি জেলার আরিফুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শনিবার মামলাটি দায়ের করা হলেও রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন।
তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা কারাগারে পৃথক দুটি অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠান দুটির ছবি নারায়ণগঞ্জ জেলা কারাগারের ফেসবুক আইডিতে আপলোড করা হয়। এতে গোপালগঞ্জ জেলা কারাগারের চাকরিচ্যুত কারারক্ষী হাবিবুর রহমান সমালোচনা করে দুটি ছবির নিচে দুটি কমেন্টস করেছেন।
তিনি বলেন, কমেন্টস দুটির মধ্যে একটিতে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক টিপু সুলতানকে নিয়ে অপরটিতে জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষকে নিয়ে সমালোচনা করা হয়।
ওসি বলেন, এতে কারাগারের ভাবমূর্তী ক্ষুণ্ণ হয়েছে দাবি করে মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার আরিফুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মামলাটি পুলিশের একজন এসআই তদন্ত করবেন।
চাকরিচ্যুত কারারক্ষী হাবিবুর রহমান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাউশিয়া পোড়াচক গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
প্রশাসন
হিন্দু সমাচার
0 facebook: