![]() |
আন্তর্জাতিক ডেস্ক।। খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটদের সংসদীয় দলের ভাইস-চেয়ারম্যান টরজটেন ফ্রেই বলেন, ‘‘বোরকা পোশাকটি কোনভাবেই জার্মানির সঙ্গে যায় না৷ এটি জার্মানির জনগণ ও মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক” প্রতিবেশীদেশ নেদারল্যান্ডসের দেখাদেখি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের খ্রিস্টিয়ান ডেমোক্র্যাট পার্টিও জার্মানিতে বোরখা বন্ধের দাবি জানিয়েছে এবার।
দাবির পক্ষে, ক্ষমতাসীন দলটির দ্বিতীয় নেতা ও রাইনলান্ড-পালাটিনাটে রাজ্যের দলপ্রধান উলিয়া ক্ল্যোকনের বলেন, “মুসলিম নারীদের মর্যাদা রক্ষায় জার্মানির অবশ্যই উচিৎ নিজস্ব ড্রেসকোড নির্ধারণ করে দেওয়া।”
তিনি আরো বলেন, ‘‘এটি কেবল এক টুকরো কাপড়ের বিষয় নয়৷ এর মধ্যদিয়ে মুসলিম নারীদের ভাবমূর্তি ফোটে ওঠে৷'' মের্কেল সরকারের এই কৃষিমন্ত্রী আরো বলেন, ‘‘আমাদের আইন খুব পরিষ্কার৷ সেখানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।'' যদিও, জার্মান সংবিধান অনুযায়ী বোরকা নিষিদ্ধ করাটা কিছুটা ঝামেলাপূর্ণ।
আবার খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটদের সংসদীয় দলের ভাইস-চেয়ারম্যান টরজটেন ফ্রেই বলেন, ‘‘বোরকা পোশাকটি কোনভাবেই জার্মানির সঙ্গে যায় না৷ এটি জার্মানির জনগণ ও মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক” শুক্রবার ইউগভ পোলের এক জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ জার্মান তাদের দেশ থেকে বোরকা নিষিদ্ধের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: