15 August 2019

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসেই কেনো শেখ মুজিবকে হত্যা করে হলো?

ইন্দিরা গান্ধী ও শেখ মুজিব
চিফ রিপোর্টার।। আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। ১৯৭৫ সালের শোকাবহ এই কালদিবসে ভোররাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক ভারতপন্থী সদস্য ধানমন্ডির বাসভবনে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।

ঘাতকরা শুধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তার সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল।

অনাকাঙ্ক্ষিত এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি শেখ মুজিবুর রহমানের অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, শেখ মুজিবুর রহমানের ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ১৫ আগস্টে আওয়ামীলীগের সবচেয়ে কাছের বন্ধু দেশ ভারতে চলে স্বাধীনতা দিবসের ঈদি আমেজ।

কারণ বহু বছরের যুলুম নির্যাতনের পাক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিল বাংলাদেশ। কিন্তু ভারতের মতো উগ্র হিন্দুত্ববাদি রাষ্ট্র যার বন্ধু হিসেবে আবির্ভাব হয় তার কোন শত্রুর আর প্রয়োজন পড়েনা। অনেকেই মনে করেন যে এই হত্যা আদতে ভারতের কারসাজিতেই হয়েছে এবং খুনি বাংলাদেশিদের একাংশের উপর ভারতীয় এবং সিআইএর মতো গোয়েন্দা সংস্থার প্রভাব ছিল।

অনেকেই বলে থাকেন যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নাকি স্বয়ং শেখ মুজিবকে সতর্ক করেছিল যে তাঁর জীবনের আশঙ্কা রয়েছে। এমনও শোনা যায় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা -য়ের তৎকালীন প্রধানও শেখ মুজিবকে সতর্ক করেছিল।

ইন্দিরা গান্ধী কেনো শেখ মুজিবকে সতর্ক করেছিলো? এটা কি থ্রেট ছিলো নাকি বন্ধুত্বের বহিঃপ্রকাশ?

অনেকেই বলেন ইহা থ্রেট কারণ, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলিকাতা সফরে গিয়ে শেখ মুজিবুর রহমান তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আসছে ১৭ই মার্চ আমার জন্মদিন। আমার জন্মদিনে আপনি কি উপহার দিবেন?

ইন্দিরা গান্ধী বলেছিলো, আপনি আমার কাছে কি চান আপনি? জবাবে শেখ মুজিব বলেছিলেন, আপনার সৈন্যদের বাংলাদেশ থেকে ভারত ফিরিয়ে নিন। শেখ মুজিবের সেই দূরদর্শি আবেদন ফিরিয়ে দেয়ার কোন সুযোগই ছিলো না ইন্দিরা গান্ধীর। দেশ তখন ভারতের দখল থেকে রেহাই পায় যার কারণে ভারতের আর ইচ্ছেমত সদ্য স্বাধীন হওয়া সোনার বাংলাকে এক চেটিয়া ভোগ করার সুযোগ থাকেনি। কিন্তু মুজিবের এই সুযোগের সৎ ব্যবহার ক্যন্সার হয়ে থেকে যায় ইন্দিরা গান্ধীর অন্তরে। এবং এর ফলাফল স্বরূপ ১৫ই আগস্টের ভারতের স্বাধীনতা দিবসের খুশীর দিনে চিরস্থায়ী কালো দিবসের অধ্যায় রচনা করা হয় মুজিব পরিবারে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুখে যতই পিতৃপ্রেম দেখান না কেনো আমাদের প্রধানমন্ত্রী, কাজে কর্মে উনি ১০০% ভারতপ্রেমী যা প্রকৃত মুজিবপ্রেমীদের ও ভাবিয়ে তোলে।


শেয়ার করুন

0 facebook: