30 June 2018

গাছে বেঁধে দম্পতিকে নির্যাতনের ঘটনায় আটক ২


স্বদেশবার্তা ডেস্কঃ নওগাঁর পোরশায় পূর্বশত্রুতার জেরে এক দম্পতিকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছেগত বৃহস্পতিবার দুপুরে ঘটনার সাথে সম্পৃক্ত দুই মূল হোতাকে আটক করেছে পুলিশ

ভুক্তভোগী দম্পতি উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাবু ও তার স্ত্রী সুলতানা বেগমগত ১৫ জুন ওই গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে

আটককৃতরা হলেন, ওই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম ও তার ভাই আনিছুর রহমান

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৫ জুন দুপুরে গ্রামের আমিনুর ইসলামের নেতৃত্বে মহির উদ্দিন ও নাসরিন বেগমসহ ১২/১৫ জন নারী-পুরুষ বাবু ও তার স্ত্রী সুলতানাকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন করেএরপর ভুক্তভোগীরা জেলার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হনভুক্তভোগীরা থানা পুলিশকে না জানিয়ে নওগাঁ আদালতে মামলা দায়ের করেন

নির্যাতনের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসেএরপর থানা পুলিশ ওই গ্রামে গিয়ে বিষয়টি অবগত হয়সেখান থেকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়গত বুধবার রাতে ভুক্তভোগী বাবু বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন

ঘাটনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, শুনেছি বাবু তার স্ত্রী সুলতানাকে দিয়ে এলাকায় অনৈতিক কার্যক্রম চালাতএ নিয়ে এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব হয়ঘটনাক্রমে এলাকাবাসীরা একত্রিত হয়ে স্বামী-স্ত্রীকে মারপিট করেতবে এমন নির্মমভাবে নির্যাতন করা ঠিক হয়নি

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটেছেভুক্তভোগীরা বিষয়টি থানায় না জানিয়ে আদালতে মামলা করেনবিষয়টি জানার পর তাদের উদ্ধার করা হয়বৃহস্পতিবার দুপুরে ঘটনার মূল হোতাসহ দুই আসামিকে আটক করা হয়েছে

তিনি আরো বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছেতদন্তের ঘটনার মূল বিষয়টি জানা সম্ভব হবে


শেয়ার করুন

0 facebook: