16 August 2019

ইহুদীবাদী কোকাকোলা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে ১৭শ’ কোটি টাকা


ডেস্ক রিপোর্ট।। ইহুদীবাদী বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকোকোলা আগামী পাঁচ বছরে ২০ কোটি ডলার অর্থাৎ প্রায় ১৭শকোটি টাকা বিনিয়োগ করতে চায় বাংলাদেশে। গত ৮ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক বৈঠকে বিনিয়োগে আগ্রহীর বিষয়টি জানান কোকোকোলার প্রেসিডেন্ট এবং প্রধান পরিচালনা কর্মকর্তা (সিইও) ব্রায়ান স্মিথ।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামসহ কোকাকোলার আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অর্থ বিনিয়োগের বিনিময়ে কর ও শুল্ক সুবিধা চেয়েছেন কোকাকোলার প্রেসিডেন্ট।

তবে কর সুবিধা পেতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী। এমনকি নতুন পণ্য উৎপাদন করলে কিংবা স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করেও নানা সুবিধা পেতে পারেন বলে জানান তিনি।

Coca-Cola প্রথম উৎপন্ন হয় ১৮৮৬ সালে আমেরিকায়। কোকাকোলা তৈরির প্রথম উপাদান ছিল Cocaine আর Caffeine । কোকেন পাওয়া যায় Coca পাতা থেকে আর Caffeine পাওয়া যায় Kola Nut থেকে। সেই Kola থেকে Cola নাম এসেছে। কোকাকোলার মার্কেটিং ম্যানেজার ফ্রাঙ্ক রবিনসন (Frank Robinson) এ নামটি রাখে। লোগো ডিজাইনটিও সে তৈরি করে।


শেয়ার করুন

0 facebook: