আন্তর্জাতিক ডেস্ক।। খিচুড়ি নয়। এমনকি বাতাসা, নকুল দানা বা প্যাঁড়া, নারুও না। ভারতের একটি মন্দিরে দেবতার ভোগে দেওয়া হচ্ছে অপবিত্র মদ হুইস্কি এবং ওয়াইন। ভারতের মধ্যপ্রদেশের উজ্জৈনের এই কাল ভৈরব মন্দির স্থানীয়দের কাছে পরিচিত হুইস্কি দেবতার মন্দির নামে।
রাজা ভদ্রসেন এই মন্দির নির্মাণ করেছিলেন বলে অনুমান করা হয়। পুরনো একটি মন্দিরের উপর বর্তমান মন্দিরটি তৈরি। তবে প্রাচীন এই মন্দিরের উৎপত্তি নিয়ে সংশয় রয়েছে। অনুমান, বর্তমান মন্দিরটি ৯ থেকে ১৩ শতকের মধ্যেই তৈরি হয়েছে।
প্রাচীন কালে তন্ত্র সাধকরা এই মন্দিরে মদ, গোশত, মাছ, মুদ্রা ও মৈথুন দিয়ে অর্চনা করতো বলে কথিত রয়েছে এমনটাও। এছাড়াও এ মন্দিরে দেবতাকে পুজোয় হুইস্কি, রাম বা ওয়াইন দেওয়া হয়। এখানে আসা ভক্তদেরও প্রসাদ হিসেবে মদের বোতল দেওয়া হয়।
পার্কিং লট থেকে মন্দিরের দিকে এগোতে থাকলে দেখা যাবে সারি সারি দোকান, যেখানে প্রকাশ্যে বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি, রাম ও ওয়াইন বিক্রি হচ্ছে। দর্শনার্থীরা পুজো দিতে যাওয়ার জন্য এখান থেকেই মদ কিনে নেন।
পুঁজোর ডালায় ফুল বেলপাতার সঙ্গে থাকে এক বোতল হুইস্কি বা রাম। পুরোহিতকে সম্পূর্ণ বোতলটাই দেওয়া হয় ভোগ হিসাবে দেওয়ার জন্য। একটা থালায় বেশ খানিকটা ঢেলে নেন তিনি। তার পর সেই হুইস্কি, রাম বা ওয়াইন দেবতার মুখে ঠেকিয়ে পুজো করেন।
তার দাবী দেবতা নাকি সেই হুইস্কি খেয়েও ফেলেন তবে দেবতা মাতাল হোন কি না তা জানা যায়নি। এটি নাকি অনেক দর্শনার্থী স্বচক্ষে দেখেছেনও। যদিও এ নিয়ে নানা রকম কাল্পনিক গল্প প্রচলিত রয়েছে। এ প্রসঙ্গে গণেশের দুধ খাওয়ার ঘটনাটিরও তুলনা করেন অনেকে। পুরোহিতদের দাবি, ভৈরবের মুখে কোনও গহ্বর নেই।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
হিন্দু সমাচার
0 facebook: