19 August 2019

মুসলিম ছদ্মবেশী এক ব্রিটিশ আর্মি অফিসারের হজ্জের সময় হাজীর বেশে প্রবেশের ঘটনা

পুরাতন মক্কা শরীফ শহর
আন্তর্জাতিক ডেস্ক।। বিশ্বের প্রথম অমুসলিম সে, যে সফলভাবে মক্কায় হজ্জযাত্রী হিসেবে প্রবেশের সুযোগ পায়। যদিও নিজের উদ্দেশ্য হাসিলের জন্য তাকে মুসলিম হজ্জযাত্রী তথা হাজীর ছদ্মবেশ নিতে হয়েছিল...!

বিশ্বব্যাপী স্যার রিচার্ড বার্টন বিখ্যাত জন স্পেকের সঙ্গে নীল নদের উৎসের খোঁজে আফ্রিকা ভ্রমণের জন্য বের হয়। ভাষাবিদ্যায় দক্ষতা, মানচিত্র অঙ্কনবিদ্যায় পারদর্শিতা, ভূগোলবিদ্যায় অসামান্য দখলের কারণে তাকে সকল কাজের কাজিসম্বোধন করা হয়। সে লেখালেখিও করতো।

বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পঁচিশটির ওপরে ভাষা জানা ছিল তার। আঞ্চলিক ভাষাসহ যার সংখ্যা দাঁড়ায় চল্লিশের মতো। তবে সে একটি সম্প্রদায়ের কাছে আরও ভালোভাবে পরিচিত তার মক্কা ভ্রমণের কাহিনীর কারণে। সে আফ্রিকা ভ্রমণের আগে প্রথম ইউরোপীয় হিসেবে মক্কায় পবিত্র হজ্জ পালন করে।

আর লক্ষণীয়ভাবে সেই প্রথম অমুসলিম সে সফলভাবে মক্কায় হজ্জযাত্রী হিসেবে প্রবেশের সুযোগ পায়। যদিও নিজের উদ্দেশ্য হাসিলের জন্য তাকে মুসলিম হজ্জযাত্রীর ছদ্মবেশ নিতে হয়েছিল। তবে ব্যাপারটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ।

কেননা সে সময় মক্কা ছিল সম্পূর্ণ অমুসলিমদের জন্য নিষিদ্ধ শহর। আর ছদ্মবেশ সম্পর্কে জানাজানি হয়ে গেলে তার বিরাট ক্ষতির আশঙ্কা ছিল।
স্যার রিচার্ড বাটন, শিল্পীর তুলিতে স্যার রিচার্ড বাটন
এ যাত্রার আগেও তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মুসলিম ঐতিহ্যের সঙ্গে নিজেকে সফলভাবে মানিয়ে নিয়েছিল সে। ভাগ্যক্রমে সে আরবিতে অনর্গল কথা বলতে পারতো।

আর ভারতে সেনাবাহিনীতে কাজ করার সময় ইসলাম সম্পর্কে বেশ ভালোভাবেই শিক্ষা নিয়ে রেখেছিল সে। কিংবদন্তি অনুযায়ী, মুসলিম ছদ্মবেশটাকে আরও বেশি নির্ভরযোগ্য করার জন্য সে নিজের খতনা পর্যন্ত করায়।

তবু তার ভ্রমণ অতটা সহজ ছিল না। ১৮৫৩ সালে ব্রিটিশ আর্মি থেকে ছুটির অনুমতি নিয়ে মিসর হয়ে মক্কার দিকে তার ভ্রমণ শুরু হয়। পথিমধ্যে তার দলটি অনেকবার দস্যু দলের কবলে ছিনতাইয়ের শিকার পর্যন্ত হয়।

এতসব বিপদ সত্ত্বেও বার্টন সফলভাবে পবিত্র হজ্জ সম্পন্ন করে এবং দেশে ফিরে তার ভ্রমণ নিয়ে বইও লেখে, যা ওই সময়ে তাকে ইউরোপে বেশ জনপ্রিয় করে তুলে। তবে সে ইসলাম গ্রহন করেনি শেষ পর্যন্ত।


শেয়ার করুন

0 facebook: