23 August 2019

সেতুমন্ত্রী কাদেরের, হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু উক্তিতে ক্ষোভে উত্তাল সোশ্যাল মিডিয়া

সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি
চিফ রিপোর্টার।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা বাংলাদেশের জাতিরও শত্রু। আজ (২৩ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশীর মোড়ে একটি র্যালিতে তিনি বলেন, “সাম্প্রদায়িক অপশক্তি আপনাদের (হিন্দু সম্প্রদায়ের) শত্রু... তারা রাষ্ট্রের শত্রু।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন হিন্দুদেরকে তাদের নিরাপত্তা নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

তিনি বলেন, “বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সর্বকালের সেরা সময় পার করছে। আমরা ভারতের সঙ্গে সেরা সম্পর্ক উপভোগ করছি,” বলে মন্তব্য করেন তিনি।

কাদের উল্লেখ করেন যে, আগামী অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন।

কাদেরের এই বক্তব্যে চটেছেন কুরআন সুন্নাহ এর অনুসারী ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়, এই ব্যপারে ফেসবুকে অনেকেই লিখেছেন, এর মধ্যে বিশিষ্ট ইসলামিক ব্লগার ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক দস্তার রাজদরবার উনার লিখিত বক্তব্যে বলেন মুসলমানদের সবথেকে পবিত্র ধর্মীয় কিতাব আল কুরআনে যারা মূর্তিপূজা করে তাদের কে শত্রজ্ঞান করতে স্বয়ং আল্লাহ পাক বলেছেন। রেফারেন্স হিসেবে তিনি সুরা মায়েদা শরীফের ৫:৮২ আয়াত শরীফ পেশ করেন, যেখানে বলা হয়েছেঃ হে মুসলমানেরা, (দুনিয়ার জমিনে) সকল মানুষের মধ্যে তোমরা তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে প্রথমেই পাবে ইহুদীদের অতঃপর মুশরেকদের।

এছাড়াও তিনি নিম্নের আয়াত শরীফ গুলিও পেশ করেনঃ

(১) নিশ্চয়ই সমস্ত প্রাণীর মাঝে মহান আল্লাহ পাক উনার নিকট কাফিররাই সবচেয়ে নিকৃষ্ট, যারা ঈমান আনেনি।” (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৫)
২) নিশ্চয়ই কাফিররা মহান আল্লাহ তায়ালা সাথে শত্রুতা করে।” (পবিত্র সূরা বাকারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৯৮)
৩) (হে ঈমানদারগণ) দেখো, তোমরাই তাদের ভালোবাস, তারা (কাফিররা) কিন্তু তোমাদের প্রতি মোটেও মুহববত পোষণ করে না। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৯)
৪) নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র। (পবিত্র সূরা তাওবাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৮)
৫) হে ঈমানদারগণ! তোমরা ইহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫১)
৬) হে ঈমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না, তারা তোমাদের ক্ষতিসাধনে কোনো ক্রটি করে না-তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। (পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৮)

তিনি বলেন, মুসলমানদের শত্রু কাফির-মুশরিকদের সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি সাতশপবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন। যেন মুসলমানগণ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে পারে এবং কাফিরদের সাথে বন্ধুত্ব বা তাদের অনুসরণ অনুকরণ না করে। সেখানে ৯৫% মুসলমানদের দেশে একজন জনপ্রতিনিধি কিভাবে মুসলমানদের আল্লাহ পাক উনার হুকুম অমান্য করে কুরআনের বিরুদ্ধে অবস্থান করার মতো হুমকি দেয় তা আমার বোধগম্য নয়।

মুসলমানদের উচিৎ সেতুমন্ত্রী কাদেরের এই কুফুরির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা এবং তাকে সকল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারনে প্রকাশ্যে তওবা করে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা।


শেয়ার করুন

1 comment: