19 September 2019

জর্ডান উপত্যকা দখলের ঘোষণাও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে কাজ করেনি নেতানিয়াহুর বেলায়


আন্তর্জাতিক ডেস্ক।। ইসরাইলের সাধারণ নির্বাচনে আবারও সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি তার প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ-ও।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ৯২ শতাংশ ভোট গণনা শেষে ১২০ আসনের পার্লামেন্টে দুই বড় দলই ৩২টি করে আসন পেয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইহুদিবাদী লিকুদ পার্টির জোটগত আসন সংখ্যা দাঁড়াচ্ছে ৫৬। বেনির ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির জোটগত আসন হচ্ছে ৪৩। ফলে ঐতিহ্যগতভাবেই সরকার গঠন করতে পারছে না কোনো দলই।

এএফপি জানায়, লিকুদ পার্টির ক্ষেত্রে অবশ্য একটা সুযোগ রয়েছে, যদি সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডো লিবারম্যানের কট্টর ইহুদিবাদী দল ইসরায়েল বেইতেনুকে দলে ভেড়াতে পারে নেতানিয়াহু। ৯টি আসন পাচ্ছে দলটি। ফলে জোট সরকার গঠনে বরাবরের মতো এবারও তিনিই মূলনায়কে পরিণত হয়েছে। কট্টর ইহুদিবাদী এই নেতার হাতেই এখন সরকারের চাবিকাঠি। ক্ষমতাসীন জোটে থাকা জাতীয়তাবাদী ইয়ামিনা ৭, দুটি কট্টরপন্থী ইহুদিবাদী দল শাস ও ইউনাইটেড তোরা ৮ ও ৯টি আসন পেয়েছে।

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় থাকা লিকুদ পার্টির নেতানিয়াহু রেকর্ড পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলে দখলকৃত পশ্চিমতীরের নতুন নতুন এলাকায় ইহুদি বসতি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। মধ্যপন্থী গান্টজকে ইহুদি বসতি বিস্তৃতির পক্ষে থাকতে দেখা না গেলেও ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে তার অবস্থান স্পষ্ট নয়। তবে নেতানিয়াহুর মতো সেও জেরুজালেমের বিভক্তির বিপক্ষে। ইসরাইল সমগ্র জেরুজালেমকেই তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে।


শেয়ার করুন

0 facebook: