আন্তর্জাতিক ডেস্ক।। জম্মু-কাশ্মীর ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইসলামাবাদে ইমরান খানের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের(আইএসপিআর)এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান এবং জেনারেল বাজওয়া ভারত অধিকৃত কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা জানানো হয়নি।
আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন ও আসন্ন সৌদি সফর নিয়েও সেনাপ্রধানের সঙ্গে মতবিনিময় করেন পাক প্রধানমন্ত্রী।
জেনারেল বাজওয়াকে পুনরায় তিন বছরের জন্য সেনাপ্রধান নিয়োগের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক। সূত্রঃ জিয়ো নিউজ উর্দূ
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
পাকিস্থান
0 facebook: