স্টাফ রিপোর্টার।। জামায়াতে ইসলামীর দলছুট নেতা, ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নেতা মুহম্মদ মজিবুর রহমান মঞ্জু বিবিসিকে বলেছেন, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তাদের নতুন দল আত্মপ্রকাশ করবে বলে তারা আশা করছেন।
“দলের গঠনতন্ত্র, ইশতেহার, কর্মসূচি, নাম ইত্যাদি নিয়ে সংশ্লিষ্ট নানা পক্ষের সাথে আমরা কথা বলছি, মতামত নিচ্ছি। আমরা বেশি সময় নিতে চাইনা আবার তাড়াহুড়ো করতে চাই না।”
জামায়াতে ইসলামি থেকে তাদের দলে কী কী পার্থক্য হবে জানতে চাইলে বিবিসি বাংলাকে বলেন, ধর্ম তাদের দলের মূল ভিত্তি হবে না। আমাদের দল কোনো ধর্মীয় দলও হবে না, ধর্ম নিরপেক্ষও হবে না।
তিনি বলেন, ধর্ম মানুষের বোধ এবং বিবেচনার গুরুত্বপূর্ণ পথ। ধর্ম থেকে আমরা অবশ্যই অনুপ্রেরণা নেব, কিন্তু আমাদের দল কোনো ধর্মভিত্তিক দল হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য হবে।
মুক্তিযুদ্ধ নিয়ে অবস্থান কী হবে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার ব্যাপারে জামায়াতে ইসলামী কখনই আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেনি বা ক্ষমা চায়নি। জামায়াতে ইসলামীতে থাকার সময়েও আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে দলের অবস্থান সুস্পষ্ট করার পক্ষে অনেকবার মত দিয়েছিলাম। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আমরা আমাদের অবস্থান সুস্পষ্ট করব।
মি. রহমান বলেন, তাদের দলের মূল লক্ষ্য এবং আদর্শ হবে তিনটি – জনকল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা।
তবে ইসলামপন্থী যুব সমাজ বুঝতে পারছেন না যে, যেখানে ধর্ম নাই সেখানে কেউ কিভাবে কি দিয়ে অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
0 facebook: